Online Test – 3

অনলাইন টেস্ট মাধ্যমিক বাংলা

মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমাদের পরবর্তী অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। উক্ত পরীক্ষায় ভালো ফল করতে প্রতিটি বিষয়ের MCQ বা এক কথায় উত্তরগুলি সব নির্ভুলভাবে করতে হবে। ছাত্রছাত্রীরা যাতে সেগুলি নিয়মিত অভ্যাস করে বা নিয়মিত সঠিক চর্চার মধ্যে থাকে তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বাংলা বিষয়ে পাঠ্যপুস্তক ও ব্যাকরণ অংশ থেকে এক একটি পরীক্ষা নিতে প্রয়াসী। আশা করা যায়, এই অনলাইন পরীক্ষাগুলি ছাত্রছাত্রীদের বিশেষ সাহায্য করবে।

যারা আগামী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ প্রতিটি বিষয়ের মূল বই খুঁটিয়ে পড়ো। খুব ভালো করে মূল পাঠ্যবই না পড়া থাকলে MCQ বা পূর্ণবাক্যে উত্তর লিখতে সমস্যা হবে। সঙ্গে নিজের প্রস্তুতি কেমন চলছে তা যাচাই করতে আমাদের অনলাইন পরীক্ষাগুলি দাও। আমাদের আজকের পরীক্ষা Online Test – 3 পাঠ্যপুস্তকের উপর রাখা হয়েছে।

Online Test – 3 পরীক্ষা দেওয়ার নিয়ম

  • প্রথমেই START NOW বাটনে ক্লিক কর।
  • এরপর একটি ফর্ম আসবে। তাতে তোমার সম্পূর্ণ নাম, বিদ্যালয়ের নাম ও জেলা উল্লেখ কর।
  • এরপর প্রশ্নের পেজ আসবে। প্রতি পেজে ৫টি করে প্রশ্ন থাকবে। তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।
  • এভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে SEE RESULT এ ক্লিক কর।
  • আমাদের অটোমেটিক পদ্ধতি তোমার স্কোর জানাবে।
  • RESULT PAGE তোমার ভুলগুলি দেখে নাও। সেগুলি সংশোধন করতে মূল বই আবার পড়ো।
0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য তোমার হাতে ২০ মিনিট সময় আছে।

তোমার সময় শেষ হয়েছে।


অনলাইন টেস্ট মাধ্যমিক বাংলা

Exam - 3

মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের জন্য এই মক টেস্ট। পরীক্ষা দেওয়ার পূর্বে প্রদত্ত ফর্মটি পূরণ কর। নিজেই নিজের প্রস্তুতি যাচাই কর।

তোমার তথ্য দিয়ে নীচের ফর্মটি পূরণ কর।

1 / 20

Category: পাঠ্যপুস্তক

1. লেখক কোন কোম্পানির ফাউন্টেন পেনের উল্লেখ করেননি ?

2 / 20

Category: পাঠ্যপুস্তক

2. 'এক সময় বলা হতো' - এক সময় কী বলা হতো ?

3 / 20

Category: পাঠ্যপুস্তক

3. কিছুই যখন নেই তখন বাকি আছি -

4 / 20

Category: পাঠ্যপুস্তক

4. অষ্টাদশ শতকে চারখন্ড রামায়ণ অনুবাদের নগদ মূল্য ছিল -

5 / 20

Category: পাঠ্যপুস্তক

5. 'অসুখী একজন' কবিতায় কবি নিম্নোক্ত কোনটির উল্লেখ করেননি ?

6 / 20

Category: পাঠ্যপুস্তক

6. 'ঘাস জন্মালো রাস্তায়' - রাস্তাটি কেমন ছিল ?

7 / 20

Category: পাঠ্যপুস্তক

7. 'তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি' - প্রসঙ্গত কোন দ্রব্যের উল্লেখ করেছেন লেখক ?

8 / 20

Category: পাঠ্যপুস্তক

8. ফাউন্টেন পেনের নাম 'ঝরনা কলম' কার দেওয়া হতে পারে ?

9 / 20

Category: পাঠ্যপুস্তক

9. 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' - কথাটি কার ?

10 / 20

Category: পাঠ্যপুস্তক

10. আফ্রিকা কীভাবে ভীষণকে বিদ্রুপ করছিল ?

11 / 20

Category: পাঠ্যপুস্তক

11. 'হারিয়ে যাওয়া কালি কলম' রচনায় উল্লেখিত একটি প্রবাদ হল -

12 / 20

Category: পাঠ্যপুস্তক

12. কবির ভাষায় 'আমরা' কোথা থেকে কোথায় 'ফিরেছি' ?

13 / 20

Category: পাঠ্যপুস্তক

13. জুলিয়াস সিজার কাকে আঘাত করেছিলেন ?

14 / 20

Category: পাঠ্যপুস্তক

14. 'জ্ঞানচক্ষু' গল্পটিতে কোন পত্রিকার কথা পাওয়া যায় ?

15 / 20

Category: পাঠ্যপুস্তক

15. 'যুগান্তের কবিকে' কবি দাঁড়াতে বলেছেন -

16 / 20

Category: পাঠ্যপুস্তক

16. 'ক্যালিওগ্রাফিষ্ট' কথাটির অর্থ কী ?

17 / 20

Category: পাঠ্যপুস্তক

17. আদিতে ফাউন্টেন পেনের কী নাম ছিল ?

18 / 20

Category: পাঠ্যপুস্তক

18. 'টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন' - তিনি কে ?

19 / 20

Category: পাঠ্যপুস্তক

19. লেখক ছোটোবেলায় কোনটিকে 'লেখার পাত' হিসেবে ব্যবহার করতেন ?

20 / 20

Category: পাঠ্যপুস্তক

20. 'তোমার গল্প তো দিব্যি হয়েছে' – বক্তা কে ?

Your score is

0%

VIEW RESULT

User NameDurationScore
Debojyoti Ray10 minutes 54 seconds70%
M5 minutes 17 seconds85%
Ban4 minutes 12 seconds85%
Ayesha Khatun3 minutes 26 seconds100%
Ayesha Khatun2 minutes 50 seconds95%
Rajani Sarkar3 minutes 46 seconds55%
R.m2 minutes 36 seconds90%
Sumon saha4 minutes 5 seconds80%
Ayesha Khatun3 minutes 20 seconds85%
Srabani3 minutes 35 seconds45%
দীপিকা2 minutes 18 seconds95%
S G1 minutes 44 seconds100%
Subir Mahato7 minutes 15 seconds90%
Sumon saha4 minutes 23 seconds70%
Ddg hf7 minutes 43 seconds85%
Suman2 minutes 56 seconds95%
Chandan Haldar3 minutes 4 seconds75%
Uehdbr2 minutes 55 seconds75%
Sukhendu bikash lohar2 minutes 39 seconds70%
Chandan Haldar5 minutes 22 seconds90%
sathi4 minutes 32 seconds35%
Sumit dey2 minutes 22 seconds60%
Sagira khatun1 minutes 6 seconds100%
Sagira khatun4 minutes 23 seconds65%
Aaaaaaaaaa5 minutes 12 seconds100%
যর2 minutes 21 seconds95%
Ajadur Rahaman19 minutes 22 seconds85%
Rajani Sarkar5 minutes 31 seconds75%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *