MP BANGLA TEST – 11
যারা আগামী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ প্রতিটি বিষয়ের মূল বই খুঁটিয়ে পড়ো। খুব ভালো করে মূল পাঠ্যবই না পড়া থাকলে MCQ বা পূর্ণবাক্যে উত্তর লিখতে সমস্যা হবে। সঙ্গে নিজের প্রস্তুতি কেমন চলছে তা যাচাই করতে আমাদের অনলাইন পরীক্ষাগুলি দাও। আমাদের আজকের পরীক্ষা MP BANGLA TEST – 11 সমগ্র বিষয়ের উপর রাখা হয়েছে।
মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে প্রতিটি বিষয়ের MCQ বা এক কথায় উত্তরগুলি সব নির্ভুলভাবে করতে হবে। ছাত্রছাত্রীরা যাতে সেগুলি নিয়মিত অভ্যাস করে বা নিয়মিত সঠিক চর্চার মধ্যে থাকে তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বাংলা বিষয়ে পাঠ্যপুস্তক ও ব্যাকরণ অংশ থেকে এক একটি পরীক্ষা নিতে প্রয়াসী। আশা করা যায়, এই অনলাইন পরীক্ষাগুলি ছাত্রছাত্রীদের বিশেষ সাহায্য করবে।
MP BANGLA TEST – 11 পরীক্ষা দেওয়ার নিয়ম
- প্রথমেই START NOW বাটনে ক্লিক কর।
- এরপর একটি ফর্ম আসবে। তাতে তোমার সম্পূর্ণ নাম, বিদ্যালয়ের নাম ও জেলা উল্লেখ কর।
- এরপর প্রশ্নের পেজ আসবে। তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।
- এভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে SEE RESULT এ ক্লিক কর।
- আমাদের অটোমেটিক পদ্ধতি তোমার স্কোর জানাবে।
- RESULT PAGE তোমার ভুলগুলি দেখে নাও। সেগুলি সংশোধন করতে মূল বই আবার পড়ো।