Terms & Conditions

টার্গেট বাংলা SLST – Bangla Mock Test পোর্টাল SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা যাতে নিজেদের প্রস্তুতি সম্পর্কে নিয়মিত সচেতন থাকতে পারেন কিংবা তাদের প্রস্তুতি যাচাই করতে পারেন তারই একটি প্ল্যাটফর্ম এই পোর্টাল। কেউই এই পোর্টাল বা পোর্টালের কোনো তথ্য বিনা অনুমতিতে অন্য কোথাও Share করতে পারবেন না। শুধু তাই নয়, পোর্টালটি ব্যবহারের সময় আমাদের সামান্য কিছু Terms & Conditions আপনাকে মেনে চলতে হবে।। যেমন –

Terms & Conditions

১. যেকোনো পরীক্ষা দেওয়ার সময় নির্দিষ্ট একটি ফর্ম দেওয়া হয়। তা আপনাকে পূরণ করতে হবে।
২. ফর্মে প্রদত্ত তথ্য আপনি যা দিচ্ছেন তাতে কোনো অসঙ্গতি নেই এমনটিই বিচার্য হবে।
৩. পরীক্ষা দিতে হবে নির্দিষ্ট নিয়ম মেনেই।
৪. টেস্ট দেওয়ার জন্য কোনো লিমিট নেই। আপনি আমাদের Free Mock Test যতবার খুশি দিতে পারেন। তবে Premium Mock Test দেওয়ার জন্য আপনাকে আমাদের RS 10 Donation হিসেবে দিতে হবে। এই মূল্য আমাদের পরিষেবাকে আরও উন্নততর করার সৎ উদ্দেশ্যে আপনাদের ইচ্ছানুসারে গৃহীত হবে।
৬. পরীক্ষা দেওয়ার সময় আপনাকে নিজের সম্পূর্ণ নাম অবশ্য লিখতে হবে।

Privacy Policy

টার্গেট বাংলা অনলাইন টেস্ট পোর্টালে পরীক্ষা নেওয়ার আগে একটি ফর্ম দেওয়া হয় যাতে আপনার কিছু তথ্য চাওয়া হয়। যেমন-

১. আপনার নাম – মনে রাখবেন, এই তথ্য আমরা কেবল পরীক্ষার্থী হিসেবে আপনার নাম জানতে চাই এবং ফলাফলের সময় সেই নাম প্রদর্শন করা হয়। অন্য কোথাও আপনার নাম জানানো হয়না। তাই এই পোর্টাল ব্যবহারের সময় আপনার নামটি সুরক্ষিত থাকে।

২. আপনার মোবাইল নং – আমরা Authentic User যাচাই করার উদ্দেশ্যে আপনার মোবাইল নং চাওয়া হতে পারে। এক্ষেত্রে আপনার মোবাইল নং অন্য কাউকে বা অন্য কোথাও দেওয়া হয় না। আপনার মোবাইল নং এই পোর্টাল ব্যবহারের সময় সুরক্ষিত থাকে।

৩. আপনার ইমেইল-ঠিকানা – অনেক সময় প্রদত্ত ফর্মে আমরা আপনার ইমেইল ঠিকানা জানতে চাই। এক্ষেত্রেও আমরা Authentic User যাচাই করার উদ্দেশ্যেই কেবল আপনার ইমেইল ঠিকানা চেয়ে থাকি। আমরা আপনার ইমেইল ঠিকানা সম্পূর্ণ গোপন রাখি এবং অন্য কাউকে বা অন্য কোথাও দেওয়া হয় না। আপনার ইমেইল ঠিকানা এই পোর্টাল ব্যবহারের সময় সুরক্ষিত থাকে।

CANCELLATION AND REFUND POLICY

আমরা কেবল আমাদের প্রযুক্তি ও পরিষেবার উন্নতিকল্পে আপনাদের থেকে মাত্র RS10 অনুদান হিসেবে গ্রহণ করি। আমাদের কিছু মক টেস্ট যা প্রিমিয়াম হিসেবে চিহ্নিত তা ঐ ন্যূনতম অনুদানের সাপেক্ষে দেওয়া যায়। যেহেতু আমরা অনুদান গ্রহণ করি এবং তা আপনার ইচ্ছানুসারে তাই এখানে কোনো CANCELLATION AND REFUND নেই।

বিঃ দ্রঃ -পরীক্ষা দেওয়ার সময় নেট সমস্যা, আপনার ডিভাইসে কুকিজ বা ব্রাউজার ডেটার সমস্যা জনিত কারণে লিংক কেটে গেলে টার্গেট বাংলা কোনোভাবেই দায় নেবে না।