Feedback
যারা এখনও পর্যন্ত Target Bangla – Mock Test পোর্টালে বিভিন্ন SLST বাংলা বিষয়ে পরীক্ষা দিয়েছেন এবং নিজেদের মতামত প্রদান করেছেন তাদের অনেকের বক্তব্য এখানে তুলে ধরা হল। একসাথে সকলের মতামত দেওয়া সম্ভব হল না। আমরা ধীরে ধীরে সকলের মতামতই এখানে তুলে ধরব। যারাই পোর্টাল তথা মক টেস্ট সম্পর্কে নিজেদের মূল্যবান মতামত দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামীদিনে যারা পরীক্ষা দিয়ে নিজেদের মতামত বা Feedback জানাবেন আমরা তাদের বক্তব্যও এখানে যুক্ত করব।
Feedback of the Users
প্রশ্নপত্র খুব ভালো হয়েছে
নীলিমা রায়
একেবারে SSC উপযুক্ত প্রশ্ন কাঠামো। ধন্যবাদ স্যার।
জাহাঙ্গীর আলম
স্যার মাই এক্সাম কেয়ারেও পরীক্ষা হচ্ছে, আবার এখানেও। আলাদা কি আছে বুঝতে পারছি না।
শতরূপা দাশ
প্রশ্নের মান নিয়ে কোন সংশয় নেই। খুবই উপযুক্ত প্রশ্নের সেট গুলি
অভিষেক দত্ত
এই মক টেস্ট গুলি আমাদের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে বলাই যায়।
কাঞ্চন মাহাত
স্যার, আরো সেট দিন। খুব ভালো হয়েছে।
তিয়াসা মুখার্জী
নিজের ভুল ত্রুটিগুলি সম্পর্কে জানতে পারছি। ধন্যবাদ স্যার।
আব্দুস সেখ
মান্থলি বা ছয় মাসের একেবারে এমন সিস্টেম থাকলে ভালো হত। প্রতি পরীক্ষার জন্য বারবার পে করতে হচ্ছে। আমার কাছে এটা বিরক্তিকর। তবে প্রশ্নের সেট খুব ভালো
চন্দ্রিমা সামন্ত
আমার খুব ভালো লাগল। পেমেন্ট প্রসেসও বেশ সহজ।
হাসনাত আলি
প্রশ্নের সেট গুলি সত্যিই খুব কাজের। নিজের দুর্বলতা বুঝতে পারছি।
প্রদীপ রেজ